মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন
বান্দরবান প্রতিনিধি:: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব, শ্রমিকদের যেকোনো কল্যাণে সরকার সহযোগিতা দিয়ে থাকে। করোনাকালে কর্মহীন ও অসহায় শ্রমিকদের সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেয়া হয়েছিল। বিশেষ করে করোনা পরিস্থিতিতে যখন পরিবহন খাত বন্ধ হয়ে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছিল, ওই সময় সরকার শ্রমিকদের নগদ অর্থ ও খাদ্যদ্রব্য দিয়ে সহযোগিতা করেছে। শ্রমিকদের যেকোনো বিপদে সরকার সহযোগিতা অব্যাহত রাখবে।
রোববার দুপুরে বান্দরবান শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিক পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর এসব কথা বলেন।
বান্দরবান শহরে পার্বত্য মন্ত্রীর বাস ভবন চত্বরে এই নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। বান্দরবান শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যে সকল সদস্য বিভিন্ন সময়ে মৃতবরণ করেন তাঁদের পরিবারকে নগদ অর্থ সহায়তার জন্য এ অনুষ্ঠান আয়োজন করা হয়। বান্দরবান শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বান্দরবান স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজা সরওয়ার, বান্দরবান প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু, পূর্বাণী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত দাশ ঝন্টু এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি উজ্জ্বল কান্তি দাশ।
অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী বিভিন্ন সময়ে বান্দরবান শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের এক বছরে যে ১৫ সদস্য (শ্রমিক) মারা গেছেন, তাঁদের প্রত্যেক পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন।
বান্দরবান শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল কুদ্দুছ জানান, অনুষ্ঠানে গত এক বছরে নিহত ১৫ শ্রমিকের প্রত্যেক পরিবারকে নগদ ৬০ হাজার টাকা করে মোট ৯ লাখ টাকা বিতরণ করা হয়।