শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১০:৪২ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান থেকে॥ বান্দরবানে সম্পত্তির জের ধরে মাকে পেটালেন মেয়ে ও মেয়ের জামাই। গত ৩ মার্চ (শনিবার) রাতে বান্দরবান শহরের নিউগুলশান এলাকায় এ ঘটনা ঘটে। আহত নুর নাহার বেগম বান্দরবান সরকারী কলেজের অফিস সহায়ক নজির আহাম্মদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছে নুর নাহার বেগমের সাথে তার মেয়ে খুরশিদা এবং মেয়ের জামাই নাজমুল হােেসনর মধ্যে। প্রায় সময় তাদের মধ্যে জায়গা সম্পত্তি নিয়ে ঝগড়া বিবাদ লেগে থাকত। শনিবার রাতেও চিল্লা-চিল্লির শব্দ শোনা গেছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি নুর নাহার বেগম আহত অবস্থায় কান্নাকাটি করছেন। তার ছেলেদের খবর দিলে তারা এসে আহত মা নুর নাহারকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান।
এ বিষয়ে আহত নুরনাহার বেগম সাংবাদিকদের বলেন, ঘটনার দিন রাত সাড়ে ১০টায় টিভি দেখে পাশের বাড়ি থেকে ঘরে গেলে দেখি বাড়ির গেট তালা দেয়া। আমি যখন গেইট খুলতে বলি। আমার মেয়ে খুরশিদা এসে আমার সাথে চিল্লাচিল্লি শুরু করে দেয়। পরে তার স্বামী নাজমুলসহ এসে আমাকে মারধর করে। এসময় আমার চিৎকার শোনে আশপাশের লোক দৌড়ে এলে তারা পালিয়ে যায়।
নুর নাহারের ছেলে ফরিদুল আলম বলেন, দীর্ঘদিন ধরে আমার বোনের সাথে জায়গা নিয়ে ভেজাল চলছে। অনেকবার বিচার শালিস হয়েছে। কিন্তু তারা কিছুতেই মানছে না। এর আগেও তারা আমার ভাইয়ের উপর হামলা চালিয়েছে। কালকে আমরা কেউ বাসায় ছিলাম না। তিনি আরও বলেন, আমরা থানায় অভিযোগ করেছি। কিন্তু এখনো মামলা হয়নি বা কাউকে গ্রেফতার করা হয়নি।
তবে অভিযোগ অস্বীকার করে মেয়ের জামাই নাজমুল বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এ ধরণের কোন ঘটনা আমি বা আমার স্ত্রী করে নাই। আমরা এ ব্যাপারে কিছু জানিও না। তার সাথে জায়গা নিয়ে ঝামেলা চলছে, তাই আমাদের ফাঁসানোর জন্য মিথ্যা নাটক করে অভিযোগ করা হচ্ছে।
বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার বলেন, এটা তাদের পারিবারিক ব্যাপার। মা-মেয়ের মধ্যে ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি হয়েছে। ঘটনার তদন্ত হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।