মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানের কুহালং ইউনিয়নের মিনঝিড়ি পাড়ার একটি বৌদ্ধ বিহার থেকে বিহারের অধ্যক্ষের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
রোববার (১২ জুন) সকালে বিহারের সেবকরা অধ্যক্ষকে খাবার দিতে গেলে বিহারের সামনে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়।
এসময় আশেপাশের জনসাধারণ এগিয়ে আসে এবং পুলিশকে বিষয়টি জানালে বান্দরবান সদর থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে রওনা দেয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মৃতদেহটি কুহালং ইউনিয়নের মিনঝিড়ি পাড়ার মিনিঝিড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ নন্দ বংশ মহাথের (৭৩), তার বাড়ী বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায়।
বান্দরবানের কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা জানান, সকালে বৌদ্ধ বিহারের সামনে গলায় দঁড়ি দিয়ে ফাঁসরত অবস্থায় নন্দ বংশ মহাথের ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। বিষয়টি আমাকে জানায় এবং আমি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, কি কারণে এ ঘটনা ঘটেছে তা অনুসন্ধানে পুলিশ কাজ করছে।