বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন

বান্দরবানে বেইলি ব্রিজ ধসে দুই উপজেলায় সড়ক যোগাযোগ বন্ধ

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে বেইলি ব্রিজ ভেঙে জেলা সদরের সাথে রুমা ও থানছি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। সড়কের ১১ মাইল এলাকায় বুধবার সকালে প্রবল বর্ষণের সময় ব্রিজটি ভেঙে পড়ে। ফলে সকাল থেকে এই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।
সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সজিব আহম্মদ জানান, সড়কটি সেনাবাহিনীর ২০ প্রকৌশল বিভাগ সংস্কার করছে। সকালে প্রবল বর্ষণের সময় বেইলি ব্রিজটি ভেঙে যায়। তবে সড়কটি চালু করতে সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।
রুমা সড়কের যাত্রীবাহী বাস পরিবহনের লাইনম্যান মিলন দাশ জানান, সড়কটিতে যানচলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের দূর্ভোগ চরমে উঠেছে। লোকজন পায়ে হেঁটে চলাচল করছে।
স্থানীয়রা জানান, গত কয়েকদিনের বর্ষণে এমনিতেই বেইলি ব্রিজগুলো দুর্বল হয়ে পড়েছিল। ভারী যানবাহন চলাচলের কারণে ব্রিজটি ভেঙে পড়ে। এই সড়কের অন্যান্য বেইলি ব্রিজগুলো নড়বড়ে। ভারী বর্ষণের কারণে ব্রিজগুলোর ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেইলি ব্রিজগুলোর লোহার পাটাতনও ভেঙে পড়েছে বহু জায়গায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com