বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন

বান্দরবানে বীর বাহাদুর উশৈসিং আ.লীগের প্রার্থী

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি॥ বান্দরবান ৩০০ নম্বর আসন থেকে আসন্ন জাতীয় সংসদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বীর বাহাদুর উশৈসিং এমপি।

রবিবার তার মনোনয়ন চূড়ান্ত করে দলের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়। বীর বাহাদুর উশৈসিং বর্তমানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বান্দরবানের পাঁচ বার নির্বাচিত সংসদ সদস্য।

উল্লেখ্য, বান্দরবান থেকে সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা ও সাবেক জেলা শাখার সাধারণ সম্পাদকসহ ৯ জন মনোনয়ণপত্র সংগ্রহ করেন। এর মধ্যে আজ বীর বাহাদুর উশৈসিং এমপিকে মনোনয়ন দেওয়া হলো।

বীর বাহাদুর উশৈসিং এমপি ৬ষ্ঠ বারের মত নির্বাচিত করতে বান্দরবান বাসির প্রতি দোয়া চাইলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com