বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন
বশির আহমেদ, বান্দরবান থেকে॥
বান্দরবানের কালাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মো. কামাল মিয়া (৩৫) নামে একজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও তিনজন। নিহত মো. কামাল মিয়া হবিগঞ্জের মৃত আক্কাস মিয়ার ছেলে।
শুক্রবার সাড়ে ১২টার সময় কালাঘাটা ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- আক্কাস মিয়ার ছেলে লিটন, মর্তুজা আলীর ছেলে মিজানুর রহমান ও মৃত ইসা মিয়ার ছেলে মো. ফারুক। তারা সবাই হবিগঞ্জের বাসিন্দা।
স্থানীয়রা জানান, নতুন ব্রিজ সংলগ্ন ব্রিকফিল্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় পাশের সংযোগ চালু থাকা অপর একটি তারের সঙ্গে নতুন তারটি ধাক্কা খায়। এসময় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মো. কামাল মিয়া নিহত এবং তিনজন আহত হয়েছে। পরে সবাইকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তারা ঠিকাদার মো. ইসমাইল ঠিকাদারের অধীনে বিদ্যুৎ বিভাগের নতুন লাইন সংযোগের কাজ করছিলেন।
এ বিষয়ে ডা. সামিরা জামান বলেন, ‘হাসপাতালে আনার আগেই মো. কামাল মিয়ার মৃত্যু হয়েছে।’