বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন

বান্দরবানে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ ফাইনাল অনুষ্ঠিত

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি॥ বান্দরবানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্দ্যেগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব-১৭ এর জেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচে বান্দরবান পৌরসভা দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আলীকদম উপজেলা দল। নির্ধারিত সময়ে ১-০ গোলে জয় পায় বান্দরবান আলীকদম উপজেলা দল।

শনিবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, পুলিশ সুপার মোঃ জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম, পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য মোঃ শফিকুর রহমান, কাজল কান্তি দাশ, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদুচ্ছ, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি দীপ্তি কুমার বড়ুয়া, বান্দরবান পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, জেলা শ্রমিকলীগের সহ- সভাপতি মোঃ রফিকুল ইসলাম, ফুটবল খেলোয়ার সমিতির সভাপতি মোঃ নাছির উদ্দিনসহ প্রমুখ। খেলা শেষে প্রধান অতিথি পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

উল্লেখ্য, বান্দরবান জেলা পর্যায়ে ৭টি উপজেলা ও ১টি পৌরসভা মোট ৮টি দলের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com