বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১০:০৮ অপরাহ্ন
বশির আহম্মদ, বান্দরবান প্রতিনিধি:: বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর ঢাকার গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।
সারাদেশের ন্যায় বান্দরবানেও বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে জেলা আওয়ামীলীগ।
আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন উপলক্ষে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা ও কেক কাটাসহ বান্দরবানে ৭টি উপজেলার নানা কর্মসুচী পালন করছে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
এছাড়া দুপুরে বান্দরবান জেলা ছাত্রলীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব ও অসহায় ব্যক্তিদের মাঝে খাবার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর এমপি।
এ সময় ৫শতাধিক গরীব ও অসহায় ব্যক্তিদের রান্না করা খিচুরির প্যাকেট বিতরণ করেন পার্বত্যমন্ত্রী ও দলীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক কেলুমং মারমা, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কাউছার সোহাগ, সাধারণ সম্পাদক জনী সুশীলসহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।