শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::
বান্দরবানে লুম্বিনি পোশাক কারখানার শ্রমিকসহ আরও ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সোমবার (৮ জুন) কক্সবাজার ল্যাবের রিপোর্টে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবান সদরে পোশাক কারখানার শ্রমিকসহ আরও ১৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে লুম্বিনি গার্মেন্টসের শ্রমিকের সংখ্যা বেশি। শহরের মধ্যম পাড়ার ১ জন, টাইগার পাড়ার ১ জন, তালুকদার পাড়া ২ জন, ওয়াবদাব্রীজ এলাকা ১ জন, বনানী সমিল পাড়া ১ জন, লালমোহন বাগান এলাকা ২ জন, বালাঘাটা ১ জন, ইসলাম পাড়া ২ জন, লুম্বিনি কোয়ার্টার ২ জন, ঠিকানা বিহীন ১ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৪ জনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা জানান, জেলায় সোমবার শনাক্ত ১৪ জনই বান্দরবান সদরের বিভিন্ন এলাকার। তাদের মধ্যে পোশাক শ্রমিকের সংখ্যায় বেশি।