বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৭:০১ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি॥ বান্দরবানে পাচার সন্দেহে ৮ উপজাতী শিশুসহ ১ পাচারকারীকে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় বান্দরবান বাস স্টেশন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় পাচারকারী সন্দেহে রফিকুল ইসলাম খান নামে একটি ব্যক্তিকেও আটক করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বান্দরবানের রুমা উপজেলার বিভিন্ন পাড়া থেকে ৮ উপজাতী কন্যা ও ছেলে শিশুকে পড়াশুনা করানোর কথা বলে টাঙ্গাইলের রফিকুল ইসলাম খান নামে এক লোক বান্দরবান থেকে নিয়ে যাচ্ছিল। এসময় বাস স্টেশন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- রেংথি ম্রো এর কন্যাশিশু চাম্পাও ম্রো (১০) পাওকক ম্রো (৬) ও ছেলে চাংঙি ম্রো (৮), কেলুওয়া ম্রো এর কন্যাশিশু চামলে ম্রো (৯), মাংনং ম্রো ছেলে থংপ্রে ম্রো (৮), মেক্লাং ম্রো এর সন্তান সংরুম ম্রো (৪), খামলে খুমী এর কন্যাশিশু রেংউ খুমী (৭), নিংসুয়া ম্রো এর ছেলে রুমপাও ম্রো (৬)। এরা সবাই রুমা উপজেলার বাসিন্দা।
তবে উদ্ধারকৃত শিশুদের পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, আমরা খুবই গরীব। ছেলে-মেয়েদের লেখাপড়া করানোর মত সামর্থ আমাদের নেই। রফিকুল ইসলাম খান আমাদের ছেলে-মেয়েদের বিনা পয়সায় পড়াশুনার কথা বললে আমরা তার কাছে আমাদের সন্তানদের তুলে দিই।
বান্দরবান সদর থানার এসআই রনি সোরে রানা জানান, রফিকুল ইসলাম নামে এক লোক ৮ উপজাতী শিশুকে নিয়ে বাস স্টেশন এলাকায় ঘুরাঘুরি করলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে লেখাপড়ার করানোর জন্য তাদের টাঙ্গাইলে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানায়। কিন্তু তার কাছে শিশুগুলোকে নিয়ে যাওয়ার কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তাই পাচার সন্দেহে শিশুসহ তাকে আমরা আটক করি। পরে উদ্ধারকৃত শিশুদের পরিবারের সাথে যোগাযোগা করা হলে তারা স্বেচ্ছায় তাদের সন্তানদেরকে লেখাপড়ার জন্য রফিকুল ইসলামের মাধ্যমে টাঙ্গাইলে পাঠানোর কথা স্বীকার করে। শিশুদের অভিভাবকদেরকে খবর দেওয়া হয়েছে। যদি সত্যতা পাওয়া যায়, তবে শিশুদের তাদের পরিবারের হাতে তুলে দিয়ে রফিকুল ইসলামকে ছেড়ে দেওয়া হবে।