মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি॥
মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বান্দরবান আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী (ধানের শীষ) সাচিং প্রু জেরী। তিনি বলেন, ‘ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের নামে অর্ধডজনেরও বেশি গায়েবি, ভুয়া ও মিথ্যা মামলা দেওয়া হয়েছে। পুলিশ তাদের হয়রানি করছে। আমরা এর প্রতিবাদ জানাই।’
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে বান্দরবান হোটেল হিলটনের নিচে ফিস্ট রেস্টুরেন্টের হলরুমে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সাচিং প্রু জেরী বলেন, ‘বান্দরবানে প্রধান নির্বাচনি এজেন্ট অধ্যাপক মো. ওসমান গণিসহ চার শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে ১০টি গায়েবি, মিথ্যা ও সাজানো মামলা দায়ের করা হয়েছে। এসব কারণে, গত ১৫ দিন ধরে পুলিশি তল্লাশির ভয়ে নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন।’
এসময় উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র সহসভাপতি ও প্রধান নির্বাচনি এজেন্ট অধ্যাপক মো. ওসমান গণি, সহ-সভাপতি আবদুল কুদ্দুস চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক মজিবুর রশিদ, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বিটিভির প্রতিনিধি মনিরুল ইসলাম মনু, এটিএন বাংলার প্রতিনিধি মিনারুল হকসহ বান্দরবানে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় বিএনপি নেতারা।