শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৫:১২ অপরাহ্ন
বান্দরবান প্রতিনিধি:
আওয়ামীলীগ সরকার পাহাড়ের মানুষ কে কখনো ভুল স্বপ্ন দেখাইনি : পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর
আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনাই এক মাত্র সরকার প্রধান যিনি তাঁঁর জীবনের ঝুকিঁ নিয়ে এই দূর্গম পাহাড়ী পথ পাড়ি দিয়ে থানচি থে এসেছিলেন বলেই আজ আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ছোয়া যা আগের থানচি বাসীর স্বপ্নের আশা ছিল আজ তা বাস্তবতায় পরিণত হয়েছে।
আওয়ামীলীগ সরকার পাহাড়ের মানুষ কে কখনো ভুল স্বপ্ন দেখাননি।যা দেখিছে তা আজ বাস্তাবায়ন ও করেছেন। যার ফল হিসেবে দূর্গম এই থানচি এলাকার প্রতিটা ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ,কর্মস্থান সৃষ্টি ,যোগযোগ ব্যবস্থার উন্নয়ন,স্কুল-কলেজ নির্মাণ,রোগীদের সঠিক সেবা নিশ্চত করতে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যাম্বুলেন্স প্রদান করনা হয়েছে।
আজ থানচির মানুষ বলতে পারবে কখোন কি মানুষ এসব চিন্তা করেছিল কি না? বান্দরবানের থানচি উপজেলাতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের বাস্তবায়নে ৬৫ লাখ টাকা ব্যায়ে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে উদ্বোধনকালে এসব কথা বলেন,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, অওয়ামীলীগ সরকারের ঐকান্তিক প্রচেষ্ঠায় পার্বত্য অঞ্চল আজ উন্নয়নের ভোয়ারে ভাসছে। আওয়ামীলীগ সরকারের পার্বত্য অঞ্চলে এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলে সহযোগিতা প্রয়োজন।
শুক্রবার সকালে বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের ১৫ লক্ষ টাকা ব্যয়ের করুনা শিশু সদন অনাথালয় ভবন ও ৫০ লক্ষ টাকা ব্যয়ের আইল মারা পাড়া বৌদ্ধ বিহারের ২য় তল ভবনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ।
পরে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলামের সভাতিত্বে এক উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার,অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম, ৩৮ ব্যাটালিয়ানের জোনাল কমাল্ডিং অফিসার লেঃ কর্ণেল হাবিবুর হোসেন পিএসসি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যা সা প্রু,থানচি উপজেলা চেয়ারম্যান ক্য হ্লা চিং মার্মা,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের সাবেক নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল আজিজ, থানচি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক মং বৌওয়াং চিং মারমা অনুপমসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।