শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি॥ বান্দরবানে পাথরবোঝাই ট্রাকচাপায় কৃষ্ণা রাণী দে নামের পঞ্চাশোর্ধ্ব এক নারী নিহত হয়েছেন। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।
রোববার সকাল ১০টার দিকে শহরের হিলভিউ হাসপাতালের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত কৃষ্ণা রাণী শহরের রোয়াংছড়ি বাস স্টেশন এলাকার মুদি ব্যবসায়ী বাবুল কান্তি দের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, সকালে কৃষ্ণা রাণী দে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পাথরবোঝাই ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।