বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন

বান্দরবানে জাতীয় সমাজসেবা দিবসে ব্রেইল বই ও এতিম শিশুদের শিক্ষাবৃত্তি প্রদান

বশির আহাম্মদ বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে সমাজসেবা অধিদপ্তর ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (২ জানুয়ারী) সকালে জেলা পরিষদ চত্ত্বরে বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিলটন মুহুরীর সভাপতিত্বে ও সহকারী পরিচালক উর্বশী দেওয়ান এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। অন্যান্যদের মধ্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার জুনায়েদ জাহেদী,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক হাসান আলী, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক দীপক কুমার সাহা, যুব উন্নয়নের উপপরিচালক মোঃ শহীদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান, প্রতিবন্ধী সেবা কেন্দ্রের কনসালটেন্ট ইয়াসির আরাফাত, সমাজসেবা অফিসার সফিকুল ইসলাম, সত্যজিত মজুমদারসহ সমাজসেবা বিভাগের কর্মচারীবৃন্দ ও সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন স্তরের সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথি ক্য শৈ হ্লা বলেন, বর্তমান সরকার দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বৃদ্ধিসহ আওয়ামী লীগ সরকার বিভিন্ন ভাতা প্রবর্তন করেছে। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের দুস্থ ও অসহায় মানুষের সেবা নিশ্চিতকল্পে কল্যাণমুখি বিভিন্ন কর্মসূচি চালু করেন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। সামাজিক সেবার পরিধি আরও বৃদ্ধি করতে সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি সেবামূলক কর্মকান্ডে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পরে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের ব্রেইল বই বিতরণ ও শিশু পরিবারের এতিম নিবাসীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com