শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০১:০৮ অপরাহ্ন
বশির আহম্মদ, বান্দরবান প্রতিনিধি::
বান্দরবান স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বান্দরবান সদর ও লামা পৌরসভা এলাকাকে রেড জোন, আলীকদম, নাইক্ষ্যংছড়ি উপজেলাকে হলুদ, রোয়াংছড়ি, রুমা, থানছি উপজেলাকে সবুজ জোন ঘোষনা করা হয়েছে।
এই ঘোষনার পরপরই বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে গত ২৫ জুন (বৃহস্পতিবার) সকাল ৬টা হতে বান্দরবান ও লামা পৌরসভায় কঠোরভাবে লকডাউন শুরু হয়েছে। লকডাউনের কারণে বান্দরবানে ঔষধের দোকান ব্যতীত সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান, মাছ বাজার, কাঁচাবাজার মুদি দোকান বন্ধ থাকার পাশাপাশি বন্ধ রয়েছে গণপরিবহণ।
এদিকে বান্দরবান পৌরসভায় পক্ষ থেকে ৯টি ওয়ার্ডে লকডাউন কার্যকর করতে এবং জনসাধারণ ঘর থেকে বের না হয়ে নিজ নিজ এলাকায় অবস্থান করার জন্য ভ্রাম্যমান ভ্যানগাড়িতে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে শাক-সবজি, কাচাঁমাল বিক্রির ব্যবস্থা করছে পৌর প্রশাসন আর পৌরসভার ৯টি ওয়ার্ডে ১শত ৫০জন স্বেচ্ছাসেবক নিয়োগের মাধ্যমে ওয়ার্ডভিত্তিক জনগনকে সেবার কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে লকডাউন কার্যক্রর করার জন্য পৌরসভার নির্ধারিত স্বেচ্ছাসেবকরা সকাল থেকে ওয়ার্ড এর প্রবেশমুখে অবস্থান করছে এবং জনগণকে সচেতন করার পাশাপাশি অনাকাংখিত ঘোরাঘুরি বন্ধে সবাইকে অনুরোধ জানাচ্ছে।
এর আগে বান্দরবানে করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় গত ১০ জুন (বুধবার) দুপুর ১২টা থেকে বান্দরবান সদর উপজেলা ও রুমা উপজেলাকে রেড জোন ঘোষনা করে প্রশাসন পরে আবার ২৫ জুন (বৃহস্পতিবার) বান্দরবান পৌরসভা ও লামা পৌরসভাকে ২১দিনের জন্য নতুনভাবে লকডাউন ঘোষনা করে প্রশাসন।