শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::
ক্ষমতায়ন কিংবা টাকার নেশায় পিশাচীয় নর হত্যায় আর কত রক্ত ঝড়ালে পাহাড় হবে শান্ত। স্বজনহারা কত পরিবারের আর্ত দ কানে পৌঁছালে বন্ধ করবে তারা হত্যার এই ধ্বংসযজ্ঞ। গত ২২ ফেব্রুয়ারী বান্দরবানের জামছড়ি পাড়ায় সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে গুলিবিদ্ধ সাবেক ইউপি মেম্বার উ চ থোয়াই মারমা (৬০) শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়িতে মারা যান।
পারিবারিক সুত্রে জানা যায়, সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে গুলিবিদ্ধের ঘটনায় উন্নত চিকিৎসার প্রয়োজনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে ছিলেন। চিকিৎসায় উন্নতি না হওয়ায় তাকে নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছিল।
উক্ত সন্ত্রাসী হামলার ঘটনায় কাউকে আটক করা না গেলেও অজ্ঞাত নামা পাহাড়ী সন্ত্রাসীদের নামে বান্দরবান সদর থানা এসআই মাজহারুল হক বাদী হয়ে মামলা দায়ের করেন এবং সন্ত্রাসী হামলায় সম্পৃক্তদের আটকের প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানান বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী।