বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৫:২০ অপরাহ্ন

বান্দরবানে গরিব অসহায়দের মাঝে জেলা প্রশাসনের কম্বল বিতরণ

বান্দরবান প্রতিনিধি:: চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও যোগ্যতার নেতৃত্বের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি দেশের সকল শ্রেণি পেশা, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্যই আন্তরিক। প্রধানমন্ত্রী গরিব ও অসহায় মানুষের পাশে সবসময় রয়েছেন, তাঁদের দুঃখ কষ্টেও সেবার মনোভাগ নিয়ে কাজ করেন। তাই শীত মৌসুম আসার আগে গরিব অসহায় মানুষ যাতে শীতে কষ্ট না পায় সে জন্য শীতবস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে তাঁদের কম্বল বিতরণ করছেন।

বুধবার সকাল ১০টায় বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর পক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার এসব কথা বলেন।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক নবাব আসলাম হাবিব ও বান্দরবান পৌরসভার মহিলা কাউন্সিলর এমেচিং মারমা।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. লুৎফুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের উপপরিচালক খিন ওয়ান নু।
পরে অতিথিগণ গরিব ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন।

জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বান্দরবানের গরিব অসহায় মানুষের জন্য এ বছর দুই হাজার ৪০০ কম্বল দেয়া হয়েছে। বুধবার বান্দরবান পৌরসভার ১৫০ ও সদর উপজেলার ৫০জনসহ মোট ২০০ জনকে কম্বল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বাকিদের মাঝেও কম্বল বিতরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com