শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০১:১১ অপরাহ্ন

বান্দরবানে খাদ্য সহায়তা দিল সেনাবাহিনী

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি:: চলমান করোনা মহামারিতে কর্মহীন হত-দরিদ্রদের মাঝে পৃথকভাবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বান্দরবান সেনা রিজিয়ন ও সেনা জোন।

সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার সার্বিক ব্যবস্থাপনায় সেনা রিজিয়নের তত্বাবধানে রিজিয়ণ কর্মকর্তা মেজর মোঃ ইফতেখার হোসেন ও সেনা জোনের কর্মকর্তাসহ একদল সেনাবাহিনী খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় এক দল সেনা সদস্য খাদ্য সামগ্রী কাঁধে নিয়ে বিভিন্ন পাড়ায় সামাজিক দুরত্ব নিশ্চিত করে এসকল খাদ্য সামগ্রী হত-দরিদ্রদের কাছে পৌছে দেন।

এসময় সেনা কর্মকর্তা বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা কর্মহীন দরিদ্র পরিবারকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে সামাজিক দুরত্ব নিশ্চিত করে বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছি। এসময় সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি ফেস মাস্ক পরিধানসহ জনসাধারণকে স্বাস্থ্য সচেতন করতে প্রেষণা প্রদান করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com