মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

বান্দরবানে কলা গাছের সুতা থেকে বহুমুখী পণ্য তৈরির প্রশিক্ষণ শুরু

বশির আহমেদ বান্দরবান জেলা প্রতিনিধি:: বান্দরবানে কলা গাছের সুতা থেকে বহুমুখী পণ্য তৈরির প্রশিক্ষণ শুরু হয়েছে।

২৫ আগস্ট (বৃহস্পতিবার) সকালে আইসিডিডিআরবি’র সম্মেলন কক্ষে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ) এর আয়োজনে বান্দরবান উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সহযোগীতায় এই ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি।

বান্দরবান উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি লালছানি লুসাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, পৌরসভার মহিলা কাউন্সিলর এমেচিং সহ বিভিন্ন নারী উদ্যোক্তা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি বলেন, কলা গাছ থেকে সুতা উৎপাদন পদ্ধতি নতুন। এ পদ্ধতি সফল করতে সকলের সহযোগীতা প্রয়োজন। তিনি আরো বলেন, বিশেষ করে এ পদ্ধতি সফল করতে নারী উদ্যোক্তারা এগিয়ে আসলে অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, এতে পার্বত্য জেলা বান্দরবানের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে।

আয়োজকেরা জানান, ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ৩০জন নারী উদ্যোক্তা অংশ নিচ্ছেন। আগামী ২৯ আগস্ট প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com