বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি॥ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কওমি শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস(তাকমিল)কে “আল হাইআতুল উলয়া লিল জামি’আতিল কাওমিয়া বাংলাদেশ” এর অধীনে আরবি ও ইসলামিক স্টাডিজ বিষয়ে মাস্টার্সের সমমান স্বীকৃতি প্রদান করে জাতিয় সংসদে বিল পাশ করায় বান্দরবানে র্যালী ও শুকরিয়া সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার সকালে এ উপলক্ষে কাওমি উলামা ঐক্য পরিষদ বান্দরবান এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সম্প্রতির মঞ্চে শেষ হয়। শুকরিয়া সমাবেশ ও র্যালীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বান্দরবান কওমি উলামা পরিষদের আহবায়ক (মাওলানা) হোসাইন মুহাম্মদ ইউনুস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল জামিয়া আল ইসলামিক মহাপরিচালক ও বাংলাদেশ কওসি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সেত্রেুটারী জেলারেল আল্লামা মুফতি আবদুল হালীম বুখারী, চট্রগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি।
এছারাও পার্বত্য আঞ্চালিক পরিষদের সদস্য শফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুরসহ বিভিন্ন উপজেলা থেকে আসা শতশত কাওমি ও মাদ্রাসার ছাত্ররা উপস্থিত ছিলেন।