বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
বশির আহমেদ, বান্দরবান জেলার প্রতিনিধি:: বান্দরবানে বসবাসরত মারমা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সাংগ্রাই উপলক্ষ্যে বান্দরবানে ঐতিহ্যবাহী বলী খেলা, তৈলাক্ত বাঁশ আরোহণ ও লোকজ ক্রীড়া উৎসব এর আয়োজন করা হয়েছে।
১৫ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে বান্দরবান রাজার মাঠে উৎসব উদযাপন পরিষদের আয়োজনে ঐতিহ্যবাহী এই বলী খেলা, তৈলাক্ত বাঁশ আরোহণ এবং লোকজ ক্রীড়ায় অংশ নেয় ৩ পার্বত্য জেলার বিভিন্ন ক্রীড়াবিদরা। জমকালো এই আয়োজনে পুরুষের পাশাপাশি এই আয়োজনে অংশ নেন জেলা সদরের বিভিন্ন পাহাড়ী গ্রামের নারীরা।
খেলা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার প্রদান করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম রাকিব ইবনে রেজওয়ান।
এসময় বান্দরবান সেনা জোন এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ মো. আবদুল করিম, উৎসব উদযাপন পরিষদের সভাপতি চ নু মং মারমা, সিনিয়র সহ-সভাপতি নিনি প্রু মারমা, উৎসব উদযাপন পরিষদের সহ-সভাপতি থুইসিং প্রু লুবুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: বান্দরবানে একদিকে চলছে বাঙ্গালীদের বাংলা নববর্ষের বিভিন্ন আয়োজন আর অন্যদিকে মারমা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সাংগ্রাই উপলক্ষ্যে সপ্তাহব্যাপী মৈত্রি পানি বর্ষণ, পিঠা উৎসব, লোকজ ক্রীড়া উৎসবসহ নানা আয়োজন।