সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::
বান্দরবানে যৌথ অভিযান চালিয়ে ৭০ লিটার দেশীয় মদ সহ এক নারীকে আটক করা হয়। গত ২৪ আগস্ট বান্দরবান সদরস্থ রোয়াংছড়ি বাসস্টেন্ড এলাকায় নির্মাণাধীন শিশুপার্কের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আটককৃত ড্রাইভার সাইফুল ইসলামের শিকার উক্তি অনুযায়ী ২৫ আগস্ট রাত ১০টা ৩০ মিনিটে বান্দরবান চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লা আল মামুন,অতিরিক্ত পুলিশ সুপার জনাব কামরুজ্জামান, বান্দরবান সদর থানার ওসি( তদন্ত) জনাব, এনামুল হক ভুইয়া, যৌথভাবে বিশেষ অভিযান চালিয়ে বান্দরবান সদরস্থ ক্যাং মোড় হইতে ৭০ লিটার দেশীয় মদ সহ আনাই মং (৫২) নামে এক মহিলাকে আটক করেন।
স্থানীয় সুত্রে জানা যায়, আনাই মং(বুলুর মা, লম্বুনী) দীর্ঘ সময় ধরে ক্যাং মোড় এলাকায় দেশীয় মদের ব্যবসা করে আসছিলেন। ড্রাইভার পেশার লোকজন তার প্রধান খরিদ্দার ছিলেন। তার কারনে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজ তেমনি নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান উদ্ধারকৃত মদ ও আটককৃত আনাই মং থানা হেফাজতে আছে।