শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন

বান্দরবানে অবসান হলো ১০ গ্রামের ২৫ হাজার মানুষের দূর্ভোগ

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি॥ বান্দরবানে আরসিসি গার্ডার সেতুসহ দুটি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে বাঘমারা নায়াপড়া খালের উপর আরসিসি গার্ডার সেতু নির্মাণ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২৫ লাখ টাকার ব্যয়ে বাঘমারা বাজার জামে সমজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি পার্বত্য চট্টগ্রাম বোর্ডের অর্থায়নের এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক মো.আসলাম হোসেন, পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার, উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী মো. আবদুল আজিজ, পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্য সা প্রু, কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, তিংতিং ম্যা, পাবত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাতসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং স্থানীয় সমাজনেতারা উপস্থিত ছিলেন।

এদিকে, সেতুটি নির্মাণ হওয়ায় বাঘমারাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। এমনকি সেতুটি নির্মাণের ফলে উপজেলার ১০টি গ্রামের প্রায় ২৫ হাজার বাসিন্দার যাতায়াত সহজতর ও এলাকাবাসীর দূর্ভোগের অবসান ঘটেছে। পরে স্থানীয় নিম্মমাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান অতিথি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com