বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন

বান্দরবানের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি॥ বান্দরবান পার্বত্য জেলার সাথে সারাদেশের একমাত্র যোগাযোগের প্রধান সড়কটি বাজালিয়া এলাকায় পানিতে তলিয়ে গেছে।

টানা চারদিন ভারী বর্ষণের পর মঙ্গলবার সকালে সড়কটি ডুবে যায়। ফলে বান্দরবানের সাথে চট্টগ্রামসহ সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এদিকে, গতকাল সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়ে স্বর্ণ মন্দির এলাকার পুল পাড়ার বেইলি ব্রীজ ডুবে যাওয়ায় সোমবার সকাল থেকে বান্দরবান-রাঙামাটি সড়কে সবধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে অনেকেই নৌকা দিয়ে ডুবে যাওয়া অংশটি পারাপার করে যাতায়াত করছে। এছাড়া টানা ভারী বর্ষণের কারণে বান্দরবানের নিম্নাঞ্চলগুলোও প্লাবিত হচ্ছে।

বান্দরবান জেলার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সজীব আহম্মেদ বলেন, মঙ্গলবার সকালে বান্দরবানের সাথে সারা দেশের যোগাযোগের প্রধান সড়কটি পানিতে তলিয়ে গেছে। এই সড়কটি উঁচু করার জন্য একটি পরিকল্পনার প্রস্তাব ঢাকায় পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই আগামী বর্ষার আগে সড়কটি উঁচু করার কাজ শুরু করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com