সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::
পাহাড় ধসে বান্দরবানের রুমা-থানচি উপজেলাসহ অভ্যন্তরিন সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অবিরাম ভারী বর্ষণে অভ্যন্তরিন সড়কগুলোর কোথাও কোথাও সড়কের চিহ্নও খোঁজে পাওয়া যাচ্ছেনা, সম্পূর্ণ ধসে পড়েছে পাহাড়ী ঢলে। অনেক স্থানে পাহাড় ধসে সড়কের মধ্যখানে তৈরি হয়েছে মাটির বিশাল স্তুপ।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) অভ্যন্তরিন সড়কগুলো ঘুরে দেখা গেছে ভয়াবহ এ চিত্র।
কয়েকদিনের অবিরাম ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে বান্দরবানের রুমা, থানচি, রোয়াংছড়ি, লামা-সূয়ালক, থানচি-আলীকদম, বান্দরবান-রাঙ্গামাটি, রুমা-বগালেক, ক্যাওক্রাডং, ডিমপাহাড়-তীন্দু সড়কসহ অভ্যন্তরিন সবগুলো রুটে ব্যাপকভাবে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে পাহাড় ধসে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে রুমা এবং থানচি উপজেলা। দুটি সড়কের অধিকাংশ স্থানে পাহাড় ধসের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।এছাড়াও অভ্যন্তরিন অন্য সড়কগুলোতে যাত্রীবাহি বাস চলাচল বন্ধ থাকলেও হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
পাহাড় ধসের কারণে রুমা-থানচি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দুটি সড়কে ব্যাপকভাবে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে রুমা সড়কটি সম্পূর্ণ বিধস্ত হয়ে গেছে। কয়েকটি স্থানে পাহাড়ী ঢলে ধসে যাওয়া সড়কের চিহ্ন খোঁজে পাওয়া যাচ্ছেনা। সহসা সড়কটি চালু হওয়ার সম্ভাবনা নেই।রুমা উপজেলা চেয়ারম্যান উহলাচিং মারমা বলেন, বন্যা-পাহাড়ী ঢলে রুমায় সবগুলো রুটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বান্দরবান-রুমা সড়কটির অধিকাংশ স্থানেই পাহাড় ধসের ঘটনা ঘটেছে। কিছু কিছু স্থানে সড়কটি সম্পূর্ণই ধসে গেছে পাহাড়ী ঢলে। পাশ্ববর্তী পাহাড় কেটে নতুনভাবে সড়কটি তৈরি করতে হবে।