শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান॥ বান্দরবানের সদর উপজেলার রেইছায় আধুনিক ডিজাইনে দৃষ্টিনন্দন শহীদ মিনারের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর’সহ দুটি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার সকালে প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন কাজগুলোর ফলক উদ্বোধন করেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ জানান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১৩ লাখ টাকা ব্যয়ে রেইছা বাজারে দৃষ্টিনন্দন একটি শহীদ মিনার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ৮ লাখ টাকা ব্যয়ে প্রাইমারী প্রশিক্ষণ ইনষ্টিটিউট (পিটিআই) সামনে নির্মিত আকর্ষণীয় যাত্রী ছাউনি।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলী হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী প্রমুখ।