রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন

বাংলাদেশ কাল স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হবে

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ এই নিয়ে বাংলাদেশ নয় বার মুখোমুখি হয়েছে মালয়েশিয়ার বিপক্ষে। বাংলাদেশের ১ জয়ের বিপরীতে মালয়েশিয়ার জয় ৬ ম্যাচে। বাকি ২ ম্যাচ ড্র হয়। বাংলাদেশের একমাত্র জয়টি এসেছে ৪০ বছর আগে, ১৯৮২ সালে, এশিয়ান গেমসে। সে ম্যাচে বাংলাদেশ জিতেছিল ২-১ গোলে। সর্বশেষ মোকাবেলা একটি প্রীতি ম্যাচে, ২০১৫ সালে। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। এবারের বাছাইয়ের প্রথম দুই ম্যাচ হেরে যদি-কিন্তুর ওপর ঝুলে আছে বাংলাদেশের ভাগ্য। শেষ ম্যাচ জিতলেও অন্যের দিকে তাকিয়ে থাকতে হবে জামাল ভুঁইয়াদের।

‘এএফসি এশিয়ান কাপ ২০২৩ কোয়ালিফায়ার্স’-এ গ্রুপের প্রথম দুই ম্যাচে বাংলাদেশের হার যথাক্রমে ২-০ গোলে বাহরাইন এবং ২-১ গোলে তুর্কমেনিস্তানের কাছে। শেষ খেলায় বাংলাদেশ কাল মঙ্গলবার ১৪ জুন স্বাগতিক মালয়েশিয়ার মোকাবেলা করবে। কুয়ালালামপুরের বুকিত জলিল স্টেডিয়ামে খেলাটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে। এ উপলক্ষে সোমবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ প্রধান প্রশিক্ষক জাভিয়েরা ক্যাবরেরা ও দলীয় অধিনায়ক জামাল ভুঁইয়া এবং মালয়েশিয়া দলের কোরিয়ান প্রধান প্রশিক্ষক কিম পানগন এবং দলের অন্যতম খেলোয়াড় সিয়াফিক আহমেদ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে অংশ নেন। কিন্তু দুটি ম্যাচের একটিতে জেতা স্বাগতিক মালয়েশিয়ার সামনে রয়েছে বড় সুযোগ।

বাংলাদেশকে হারাতে পারলে খুলে যেতে পারে তাদের মূল পর্বের দরজা। সেদিক থেকে কোন চাপে নেই বাংলাদেশ। বাংলাদেশ কোচ ক্যাবরেরা মনে করছেন সব চাপ মালয়েশিয়ার ওপর। মালয়েশিয়া তাদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৩-১ গোলে হারালেও পরের ম্যাচে বাহরাইনের কাছে হেরে যায় ১-২ গোলে। দুই ম্যাচ জিতে গ্রুপসেরা হওয়ার পথে এগিয়ে আছে বাহরাইন। আর সেরা পাঁচ রানার্সআপ হওয়ার লড়াইয়ে আছে মালয়েশিয়া। ফিফা র‌্যাঙ্কিংয়েও তারা বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে। বাংলাদেশ ১৮৮ এবং মালয়েশিয়া ১৫৪। তাই আজকের ম্যাচে স্বাগতিকরাই বেশি চাপে থাকবে বলেছেন ক্যাবরেরা, ‘আমাদের ওপর কোন চাপ নেই। বরং সব চাপ মালয়েশিয়ার ওপর।

ক্যাবরেরা আরও যোগ করেন, ‘আমরা সবসময়ই জিততে চাই। সব সময়ই এটা আমাদের লক্ষ্য। কিন্তু জিততে হলে খেলায় আমাদের ধারাবাহিক হতে হবে। প্রতিটা জায়গাতেই ধারাবাহিক হতে হবে। মালয়েশিয়া তাদের সর্বস্ব দিয়ে লড়বে। শুরুর সেকেন্ড থেকেই তারা আমাদের ওপর ঝাঁপাবে। শুরুর ১০ মিনিটেই তারা ম্যাচটা শেষ করে দিতে চাইবে।

তারা তাদের ঘরের মাঠে খেলবে, র‌্যাঙ্কিংয়েও এগিয়ে, এশিয়ান কাপে খেলার সুযোগ তাদের সামনে। আবারও বলছি আমাদের সামনে দারুণ সুযোগ। আমাদের জন্য এটাই সঠিক সময় দেখানোর যে আমরা যে কারও বিপক্ষে লড়তে পারি। আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে লড়তে চাই। তবে একটা জিনিস বলতে চাই আমাদের সত্যি ভাল একটা ফল প্রাপ্য। আমাদের সমর্থকদের ভাল একটা ফল উপহার দিতে চাই। ভাল একটা ফল নিয়ে দেশে ফিরতে চাই, দেশকে কিছু একটা উপহার দিতে চাই। আমরা আমাদের সুযোগের ওপর ভরসা রাখতে চাই। মঙ্গলবার আমরা আমাদের সেরাটাই উপহার দেব।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com