রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর বোলারদের নিয়ে খুশি- সাকিব

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ বাংলাদেশকে ১০৩ রানে অলআউট করেদেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে প্রথম দিনে লিড নিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ । ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করে ৪৮ ওভারে মাত্র ৯৫ রান তুলতে পেরেছে তারা, হারিয়েছে দুইটি উইকেট।

৮ উইকেট হাতে রেখে বাংলাদেশের চেয়ে আর ৮ রানে পিছিয়ে স্বাগতিকরা। ক্যারিবীয়দের এভাবে বেঁধে রাখার মূল কৃতিত্ব বাংলাদেশের বোলারদের। প্রায় ১৬ মাস পর টেস্টে ফেরা মোস্তাফিজ ১২ ওভারে মাত্র ১০ রান খরচায় একটি উইকেট নিয়েছেন। এবাদত হোসেন ১২ ওভারে ১৮ রানে নিয়েছেন এক উইকেট। আরেক পেসার খালেদ আহমেদ ৯ ওভারে খরচ করেছেন ১৫ রান।

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথম দিনের খেলা শেষে স্বাগতিকদের ৪৮ ওভারে ২ উইকেটে ৯৫ রান। ১৪৯ বলে চারটি চারে ৪২ রানে খেলছেন শূন্য ও ১৬ রানে জীবন পাওয়া ব্র্যাথওয়েট। এক চারে ৪৩ বলে ১২ রান করে তার সঙ্গী এনক্রুমা বনার।

ব্যাটসম্যানদের পারফরম্যান্সের কোনো ব্যাখ্যা নেই সাকিবের কাছে। তবে বোলারদের নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। বেশ কিছু সুযোগ হাতছাড়া না করলে বাংলাদেশ আরও ভালো অবস্থানে থাকতো বলে মনে করেন তিনি।

সময় যত গড়াচ্ছে ততো সহজ হয়ে যাচ্ছে ব্যাটিং। তারপরও দারুণ বোলিংয়ে লড়াই করে যাচ্ছে বাংলাদেশ। তবে ভাগ্যকে পাশে পাওয়া ক্রেইগ ব্র্যাথওয়েট দেখিয়ে চলেছেন অ্যান্টিগার উইকেটে কীভাবে ইনিংস গড়ে তুলে হয়। অধিনায়কের দৃঢ়তায় প্রথম টেস্টের প্রথম ইনিংসে বড় লিড নেওয়ার ভিত পেয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

সাকিব বলেছেন, ‘(পেসারদের নিয়ে) আমি খুবই খুশি। কিছু হাফ চান্স ছিল। সেগুলো নিলে পেসারদের জন্য দারুণ একটা দিন হতো। যেটা আমরা বেশ কিছুদিন ধরেই পাইনি। পেস বিভাগ খুবই ভালো বল করেছে। জুটিতে ভালো বল করেছে। মোস্তাফিজ দারুণ ছিল। খালেদও অনেক ভালো বল করেছে নতুন বলে।

এবাদত সবসময় ভালো বল করছে। তিনজনই ভালো করেছে।’ তিনি আরও যোগ করেন, ‘ওরা (পেসাররা) একটু দুর্ভাগা। আরও দুটি উইকেট পেলে হয়তো আমরা ভালো অবস্থানে থাকতাম। তবে এখনও দুটি সুযোগ দেখছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেছেন, ‘দেখুন, এখানে দলের দুটি সুযোগ আছে। একটা হচ্ছে ছেড়ে দিয়ে ওদের যতো ইচ্ছা রান করতে দেওয়া। তারপর আমরা সেকেন্ড ইনিংসে ব্যাট করে খেলা শেষ হয়ে গেলো।’

দ্বিতীয় সুযোগের কথা জানিয়ে তিনি বলেন, ‘আরেকটা হচ্ছে আমরা চেষ্টা করলাম। যদি ওদের আড়াইশো রানের ভেতরেও অলআউট করতে পারি, তখন আমরা দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করলে… শেষ ইনিংসে এখানে কী হবে, আমরা তো জানি না।’

সংক্ষিপ্ত স্কোর ॥ বাংলাদেশ ১ম ইনিংস: ১০৩, ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৮ ওভারে ৯৫/২ (ব্র্যাথওয়েট ৪২*, ক্যাম্ববেল ২৪, রিফার ১১, বনার ১২*; মুস্তাফিজ ১২-৬-১০-১, খালেদ ৯-৪-১৫-০, ইবাদত ১২-৪-১৮-১, সাকিব ৮-২-২০-০, মিরাজ ৭-১-২৮-০)

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com