বুধবার, ৩০ Jul ২০২৫, ১০:১৯ অপরাহ্ন
বরিশাল প্রতিনিধি:: বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা বাজারের ফিট ব্যবসায়ী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মো: ইদ্রিস হাওলাদার ও তার চাচাতো ভাই সাগর হাওলাদারকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকার অধিপাত্য ও পূর্বের শত্রুতার জের ধরে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়াও নিহত ইদ্রিস হাওলাদার স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: শাহিন হাওলাদার, ভাই যুবলীগ নেতা আসাদ হাওলাদার ও চাচাতো ভাই বিএনপি’র ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হাওলাদারের বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলার বাদী।
মৎস্য ঘেরে হামলা ও লুটপাট মামলায় প্রায় ৪ মাস আগে বিএনপি নেতা ইলিয়াস হাওলাদার, তার ভাই ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার ও আসাদ হাওলাদার জেল হাজতে ছিলেন। নিহতদের পরিবারের অভিযোগ মামলার আসামিরাই দুজনকে কুপিয়ে হত্যা করেছে।
স্থানীয়রা জানান, শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাত ১০ টার দিকে ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার ও তার চাচাতো ভাই সাগর হাওলাদার (২২)কে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে সাতলা ব্রিজের পশ্চিম পাড় অতিক্রমকালে সন্ত্রাসীরা মোটরসাইকেল গতিরোধ করে ইদ্রিস ও তার চাচাতো ভাই সাগরকে এলোপাথরি ভাবে কুপিয় জখম করে। দুবৃর্ত্তরা ব্যবসায়ী ইদ্রিসের মূত্যু নিশ্চিত ভেবে তাকে ফেলে পালিয়ে যায়।
পরে রাতে স্থানীয় লোকজন আহত ইদ্রিস হাওলাদার ও তার চাচাতো ভাই সাগর হাওলাদারকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরে বরিশাল সেবাচিম হাসপাতালে নেয়া হলে রাতে সেখানেই ইদ্রিস হাওলাদার মরা যায়। গুরুতর আহত সাগর হাওলাদার রোববার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে সেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহত ইদ্রিসের স্ত্রী রেশমা খানম অভিযোগ করেন, গত কয়েক দিন ধরে মাছের ঘেরে নিয়ে বিরোধের জের ধরে ইদ্রিস হাওলাদারের দায়ের করা মামলার আসামিরা তাকে হত্যার হুমকি দিচ্ছিল। এই বিষয়টি ইদ্রিস পরিবারকে জানিয়ে ছিলেন।
বরিশাল উজিরপুর মডেল থানার ওসি মো: জাফর অহম্মেদ বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের টিম মাঠে রয়েছে। নিহতদের পরিবার লিখিত অভিযোগ দিলেই মামলা দায়ের করা হবে। নিহত ২ জনের মরদেহ বরিশাল সেবাচিম হাসপাতালের মর্গে রয়েছে।