বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন

বন্দর নগরী চট্টগ্রামে ধর্ষনের পর হত্যার অভিযোগ

চট্টগ্রাম ব্র্যুরোঃ বন্দরনগরী চট্টগ্রাম বন্দরথানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর ১নং সাইট হিন্দু পাড়া, পরীর মা বাড়ী বন্দর চট্টগ্রাম এলাকায় ১১ই এগ্রিল ২০১৮ইং প্রদীপ দাসের মেয়ে কেয়া দাশ (১৩) কে ধর্ষনের পর হত্যা করা হয় বলে এলাকাবাসীর অভিযোগ। উক্ত ঘটনায় এখনও পর্যন্ত কোন মামলা হয়নি বলে জানা যায়। প্রিয়তোষ নামে এক বখাটে ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানায় ধর্ষনকারী প্রভাবশালী হওয়াতে এলাকায় কেউ প্রতিবাদ করতে পারছে না। এলাকায় ক্ষতিগ্রস্থ পরিবার তাদের ভয়ে বাসাবাড়ি ছেড়ে দিয়ে অন্যত্র চলে গেছে। উল্লেখ্য যে, কেয়া দাসের মৃত্যুর পর এলাবাসী লাশ দেখতে গেলে নিপু,প্রিয়তোষসহ আত্মীয় স্বজন ১০/১৫ জনের একটি গ্রুপ এলাকাবাসীকে ইট, পাটকেল নিক্ষেপ করে তাড়িয়ে দেন। পরবর্তীতে বন্দর থানার পুলিশ ঘটনারস্থলে উপস্থিত হয়ে চমেক হাসপাতালে লাশটি নিয়ে যায়। মেয়ের লাশটি মেডিকেলে নেওয়ার ২ঘন্টা পর মেয়ের বাবা মেডিকেলে উপস্থিত হয়। পিতা লাশের সুরত হাল রিপোর্টের জন্য মেডিকেলে যোগাযোগ করলে তাকে দেড় মাস পর যোগাযোগ করতে বলা হয়। আরো অভিযোগ উঠেছে যে, প্রিয় তোষের শালিকা জবা মেয়েটিকে হত্যার পর পরিহিত পোশাক পরিবর্তন করে নতুন জামা (মেক্সী) পড়িয়ে দেয় এবং রক্তাক্ত পোষাকটি লুকিয়ে ফেলে। প্রদীপ দাশের অভিযোগ তাকে মামলা না করার জন্য নানা ভাবে প্রান নাশের হুমকি ধমকি দিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com