বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন

বন্দরের প্রধান সড়ক যেনো মরন ফাঁদ

বন্দরের প্রধান সড়ক যেনো মরন ফাঁদ

নিজস্ব সংবাদদাতা:: নারায়ণগঞ্জের বন্দর উপজেলা মদনপুর থেকে মদনগঞ্জ শীতলক্ষ্যা-৩ বীজ পর্যন্ত সড়কের বেহাল দশা। মদনপুরের এই সড়কটি মিলেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। আর বন্দরবাসীর জন্য এই সড়কটি সর্বাধিক গুরুত্বপূর্ণ। সড়কটি দিয়ে মুন্সিগঞ্জ জেলার পরিবহন ও বিভিন্ন মিল কারখানার যানবাহন চলাচল করে। সড়কের বিভিন্ন অংশে খানা-খন্দ ও ছোট বড় গর্ত থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এমনকি পন্যবাহি গাড়ি, ট্রাকসহ বিভিন্ন পরিবহন বিকল হয়ে ঘন্টার পর ঘন্টা পরে থাকে। এ কারনে লেগে যায় তীব্র যানজট। যানজটের চরম ভোগান্তির শিকার হয় এ সড়কে যাতায়াতকারীরা‌।

যানবাহন চলাচলের সময় প্রচুর পরিমানে ধূলা-ময়লা বাতাসে মিশে চরম স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে এ সড়কে চলাচলরত যাত্রী ও আশাপাশের বসবাসরত মানুষদের। সড়কে পাশে একটি সরকারি হাসপাতাল সহ রয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনা। হাসপাতালে আগত রোগীরা সুস্থ হতে এসে আরও অসুস্থ হয়ে পড়ছেন। এই সড়কের বেহাল দশার কারনে শুধু মানুষই বিপাকে পড়ছেন না বরং সড়কের দুই পাশে থাকা গাছ গাছালির উপর ধূলা ময়লা পড়ে মারা যাচ্ছে সকল গাছপালা। আর গাছপালা ধ্বংশের কারণে ব্যাপকভাবে অক্সিজেনের ঘাটতি পড়েছে বলে জানায় স্থানীয়রা। সেই সাথে দ্রুত সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ সমাধানের দাবি এ পথে চলাচলরত মানুষদের।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন দিলে তিনি ফোনটি ধরতে পারেননি। সড়কটি দ্রুত সংস্কারের কথা জানালেন নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com