শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
আফরোজা বেগম,বদরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃঃ রংপুরের বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আকাশ রহমান (৩৩) সহ মফিজুল হক (৫১) নামে দুই ব্যাক্তি নিহত হয়েছে। ২ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত ৯ টায় পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মফিজুল হক নিহত হয় এবং মোটরসাইকেল চালক আকাশ গুরুতর আহত হন। আকাশ রহমানের বাড়ি পাশর্^বর্তী দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বাসুপাড়া গ্রামে ও মফিজুল হকের বাড়ি পৌর শহরের জামুবাড়ী ডাঙ্গাপাড়া গ্রামে।
জানা গেছে, মফিজুল হক ওই দিন পায়ে হেঁটে বদরগঞ্জ-পার্বতীপুর সড়ক দিয়ে রামনাথপুর ইউনিয়নের ট্যাক্্েরারহাটের দিকে যাচ্ছিলেন। এসময় আকাশ রহমান মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে পিছন থেকে মফিজুল হককে ধাক্কা দেয়। এতে মফিজুল হক ঘটনাস্থলেই নিহতহন এবং আকাশ রহমান গুরুতর আহত হন। এলাকাবাশি লোকজনসহ ফায়ার সার্ভিস কর্মরত সদস্যরা মফিজুল ও আকাশ রহমানকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক মফিজুলকে মৃত্যু ঘোষনা করেন। আশংকা জনক অবস্থায় আকাশ রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতেই আকাশ রহমান মারা যান।
বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) শাহিনুর আলম বলেন, কোন অভিযোগ না থাকায় নিহতদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।