শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন

বদরগঞ্জে ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা প্রদান

আফরোজা বেগম, বদরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃঃ
২১ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রংপুরের বদরগঞ্জে ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা প্রদান করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর-২(বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক। ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হক। এতে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম, রুবিনা আক্তার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমা-ার আইয়ুব আলী সরকার, সাবেক ডেপুটি কমা-ার মাহবুবার রহমান হাবলু, আওয়ামীলীগনেতা এমডি শামসুল হক প্রমুখ। এর আগে ভাষা সৈনিক মজিবর রহমান মাষ্টারসহ উপজেলার মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে প্রয়াত মুক্তিযোদ্ধা মজিবর রহমানের মেয়েকে ও অসুস্থ মুক্তিযোদ্ধা খালেকুজ্জামানকে নগদ অর্থ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com