বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি::

বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এক নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন-নওগাঁর রানীনগর উপজেলার চাঁপাপুর ধুপকুন্দি গ্রামের বাসিন্দা কাঁচামাল ব্যবসায়ী মনসুর রহমান (৫৫), বগুড়ার কাহালু উপজেলা সদরের বাজার এলাকার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নাঈমা আফরোজ (৬৫), নওগাঁর রানীনগরের কাশিমপুর এলাকার অবসরপ্রাপ্ত ফুড কন্ট্রোলার আব্দুস সাত্তার (৬৫) এবং শেরপুর সদর এলাকার জিন্না আলী (৬০)।

এদের মধ্যে মঙ্গলবার রাতে কাঁচামাল ব্যবসায়ী মনসুর রহমান ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা নাঈমা আফরোজ মারা যান। বুধবার সকাল ৮টার দিকে অবসরপ্রাপ্ত ফুড কন্ট্রোলার আব্দুস সাত্তার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এবং বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ব্যবসায়ী জিন্না আলী টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শজিমেক হাসপাতালের মুখপাত্র ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইউনিটের কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, মনসুর রহমান কোভিড-১৯ রোগের উপসর্গ দেখা দিলে ৩০ জুন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ৪ দিন পরে নমুনা পরীক্ষায় তিনি কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হন। হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নাঈমা আফরোজ গত ৮ জুলাই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি হন। গত ১১ জুলাই তার নমুনা পরীক্ষার প্রতিবেদনে কোভিড-১৯ পজিটিভ আসে। পরে তিনি মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে মারা যান।

অপরজন আব্দুস সাত্তার গত ১৫ জুলাই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। গত ১৪ জুলাই টিএমএসএসে তার নমুনা পরীক্ষার প্রতিবেদনে কোভিড–১৯ পজিটিভ আসে। পরে তিনি বুধবার সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ দিকে টিএমএসএস হাসপাতালের মুখপাত্র আব্দুর রহিম রুবেল জানান, গত ৫ জুলাই করোনার উপসর্গ নিয়ে ভর্তি হন জিন্না আলী। পরের দিন করোনা পরীক্ষায় তিনি পজিটিভ শনাক্ত হন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার টিম লিডার প্রকৌশলী মিজানুর রহমান জানান, কোয়ান্টাম ফাউন্ডেশনের একটি স্বেচ্ছাসেবক দলের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে মারা যাওয়া ৪ জনের লাশ জানাজা শেষে দাফন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com