বুধবার, ৩০ Jul ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন

ফ্ল্যাট থেকে অভিনেত্রী হুমাইরার লাশ উদ্ধার

ফ্ল্যাট থেকে অভিনেত্রী হুমাইরার লাশ উদ্ধার

বিনোদন ডেস্ক:: ফ্লাটের দরজা ভেঙে পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর আলির লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (৮ জুলাই) করাচির ডিফেন্স ফেজ-৬ এর ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করে।

আদালতের নির্দেশে মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে ফ্ল্যাটটি খালি করার জন্য সেখানে যাওয়া হয়। ভেতর থেকে কেউ সাড়া না দেয়ায় ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। এ সময় মেঝেতে অভিনেত্রীর লাশ পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ কর্মকর্তারা জানান, এই অভিনেত্রী গত সাত বছর ধরে ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন। তার লাশ উদ্ধারের ঘটনায় ঘটনাস্থল থেকে ফরেনসিক প্রমাণ সংগ্রহ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

কর্মকর্তারা আরো জানান, ফ্ল্যাটের মালিক বকেয়া ভাড়ার জন্য মামলা করেছিলেন অভিনেত্রীর বিরুদ্ধে। আদালত কর্তৃক নিযুক্ত একজন বেলিফ উচ্ছেদের আদেশ কার্যকর করতে ফ্ল্যাটে এলে তখন হুমাইরা আসগর আলির লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভবত ১৫ থেকে ২০ দিন আগের পুরনো লাশ।

পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ বলেন, পচন অবস্থায় হুমাইরা আসগরের লাশ হাসপাতালে আনা হয়েছে।

অভিনেত্রীর এক প্রতিবেশী জানান, ফ্ল্যাটের মালিক জানিয়ছেন যে হুমাইরা আসগর ভাড়া দিতে দেরি করছিলেন। পুলিশ মঙ্গলবার ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে তার লাশ দেখতে পায়।

প্রতিবেশী আরো জানান, ভবনের প্রতিবেশীদের সাথে হুমাইরা খুব বেশি যোগাযোগ করতেন না। তার কোনো গাড়িও ছিল না।

বিখ্যাত রিয়েলিটি শো ‘তামাশা ঘর’ এবং ‘জালাইবি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে খ্যাতি লাভ করেছিলেন অভিনেত্রী হুমাইরা আসগর আলী।

সূত্র : জিও নিউজ

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com