বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন

ফেসবুক থেকে স্যান্ডবার্গের পদত্যাগ ঘোষণা

SUN VALLEY, ID - JULY 10: Sheryl Sandberg, COO of Facebook, arrives for morning session of the Allen & Co. annual conference at the Sun Valley Resort on July 10, 2013 in Sun Valley, Idaho. The resort is hosting corporate leaders for the 31st annual Allen & Co. media and technology conference where some of the wealthiest and most powerful executives in media, finance, politics and tech gather for weeklong meetings. Past attendees included Warren Buffett, Bill Gates and Mark Zuckerberg. (Photo by Kevork Djansezian/Getty Images)

আন্তর্জাতিক ডেস্ক:: ফেসবুকের মূল কোম্পানি মেটার প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শেরিল স্যান্ডবার্গ পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে ১৪ বছর ধরে কাজ করার পর নিজের ভেরিভায়েড ফেসবুক পেজে বৃহস্পতিবার (২ জুন) পদত্যাগের ঘোষণা দেন তিনি।

নিজের গড়ে তোলা ফাউন্ডেশন ও জনহিতকর কাজে সময় দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ফেসবুকে লিখেছেন স্যান্ডবার্গ ।

বিবিসি জানায়, সম্প্রতি মেটার বিজ্ঞাপন বাজারে মন্দা ও টিকটকের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তীব্র প্রতিযোগিতা দেখা দেয়। এর মধ্যেই স্যান্ডবার্গ পদত্যাগের ঘোষণা দিলেন।

মেটার প্রধান বৃদ্ধি কর্মকর্তা জাভিয়ের অলিভান স্যান্ডবার্গের স্থলাভিষিক্ত হবেন বলে জানা গেছে।

শেরিল স্যান্ডবার্গ ২০০৮ যখন ফেসবুকে যোগ দেন তখন জাকারবার্গের বয়স ছিল মাত্র ২৩ বছর। একটি সামাজিক মিডিয়া জায়ান্টে পরিণত করার মূল চাবিকাঠি ছিলেন শেরিল স্যান্ডবার্গ। তার সময়ে গত বছর প্রায় ১২০ বিলিয়ন ডলার আয় করেছে ফেসবুক।

সূত্র: বিবিসি, সিএনএন

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com