মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক : ছেলে বায়ুর জন্মের পর থেকে আর অভিনয় জগতে দেখা যায়নি সোনম কাপুরকে । ছেলেকে ঘিরেই নিজের জগৎ তৈরি করেছিলেন অভিনেত্রী । যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় অভিনেত্রী, নিজের দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত থেকে শুরু করে বিশেষ দিনের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন সোনম। অভিনয় থেকে দূরে থাকলেও কিছু বিজ্ঞাপনচিত্রের শুটিং সেরেছেন তিনি । কিন্তু এবার এল সুখবর ।
সম্প্রতি মুম্বাইতে সাংবাদিকদের সোনম কাপুর জানিয়েছেন, আগামী বছর নতুন কাজ নিয়ে ফিরবেন তিনি ।
সোনমের ভাষ্যে, ‘বরাবরই নতুনভাবে পর্দায় নিজেকে দেখার জন্য আমি মুখিয়ে থাকি । বায়ুর জন্মের পর এই প্রথমবার ক্যামেরার সামনে আসব ভেবেই খুব ভালো লাগছে ।’
সোনম আরও বলেন, ‘আগামী বছরের শুরুতেই শুটিং ফ্লোরে ফিরব । কিন্তু এখন নির্মাতাদের সঙ্গে ছবি নিয়ে অনেক আলোচনা বাকি, তাই এখনই এই বিষয়ে বেশি কিছু বলতে পারব না । তবে এবার দর্শক আমাকে একেবারে অন্য রকমভাবে পেতে চলেছেন, এটুকুই বলতে পারি ।’
সঞ্জয় লীলা বানসালির ‘সাওয়ারিয়া’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় সোনম কাপুরের । ২০২৩-এর ক্রাইম থ্রিলার ‘ব্লাইন্ড’-এ শেষ দেখা গিয়েছিল সোনমকে ।
এর আগে সোম মাখিজা পরিচালিত ও সুজয় ঘোষ প্রযোজিত ছবি ‘দ্য জোয়া ফ্যাক্টর’-এ দেখা গিয়েছিল অভিনেত্রীকে ।