রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন

ফিলিস্তিনির ওপর বর্বরচিত হামলার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনির ওপর বর্বরচিত হামলার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল

মো: নাসির খান (শরীয়তপুর) প্রতিনিধি:: ইসরাইল কর্তৃক নিরীহ ফিলিস্তিন জনগণের ওপর বর্বরচিত হামলার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ৷

ভেদরগঞ্জ উপজেলা সখিপুরে সোমবার (৭ মার্চ) বাদ আসর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷

এসময় বক্তারা বলেন, নিরীহ ফিলিস্তিন জনগণের ওপর বর্বরচিত হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলী বাহিনী। হামলায় নারী, শিশু, বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না। বছরের পর বছর এমন বর্বরচিত হামলা হলেও জাতিসংঘসহ বিশ্ব মোড়লগণ চুপচাপ রয়েছেন। বিশ্ব বিবেকের এমন নিরবতা পৃথিবীর সকল মুসলমানদের হৃদয়ে রক্ত ক্ষরণ হয়েছে। যদি জাতিসংঘ ইসরায়েলের এই হামলা বন্ধ করার উদ্যোগ গ্রহণ না করে তবে বিশ্ব মুসলিম জিহাদ করে ইসরায়েলকে সমুচিত জবাব দেবে। বক্তারা বিশ্ব মুসলিম উম্মাহকে জাগ্রত হওয়ার পাশাপাশি ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বানও জানান।

এছাড়াও, ভেদরগঞ্জ উপজেলা সর্বস্তরের তৌহিদী জনতা বাদ আসর হতে উপজেলা জামে মসজিদ থেকে শুরু করে ভেদরগঞ্জ বাজারে ফিলিস্তিনে ইসরায়েলের গ’ণ’হ’ত্যা’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।

ডামুড্যায় উপজেলায় সর্বস্তরের তৌহিদি জনতা বি‌ক্ষোভ মি‌ছিল করেছে। গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী মানুষের ওপর ইসরাইলি বাহিনীর অমানবিক ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বি‌ক্ষোভ করেছেন সর্বস্তরের তৌহিদী জনতা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com