শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন

ফরিদপুরে মহান স্বাধীনতা ‌ও জাতীয় দিবস পালিত

মো: সামাদ খান, ফরিধপুর প্রতিনিধি:: ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির পালিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৭টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালসহ মুক্তিযুদ্ধে বীর শহিদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ.কে. আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস ঝর্না হাসান, জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল, জেলা বিএনপি ও সহযোগী সংগঠন, ফরিদপুর প্রেসক্লাব, ফরিদপুর পৌরসভা, ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদ, সকল শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক এবং বিভিন্ন শ্রেণি ও পেশার সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরবতীর্তে শহরের শেখ জামাল স্টেডিয়াম সংলগ্ন গণকবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সেখানেও সংসদ সদস্যসহ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগসহ সকল সংগঠন শ্রদ্ধা জানান। সকাল সাড়ে ৮টায় শেখ জামাল স্টেডিয়ামে কুচকাওয়াজ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এবং পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। সালাম শেষে পুলিশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ প্রদর্শনী হয়। জেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।

জেলার বিভিন্ন উপজেলায়ও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এছাড়া ‌ জাতীয় শোক দিবস উপলক্ষে ‌ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথকভাবে ‌তাদের অনুষ্ঠান করেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com