বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

ফরিদপুরে জেলা আওয়ামী লীগের আনন্দ র‍্যালী ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত

মো. সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি॥
ঘোষিত প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি আনন্দ রেলী শহর প্রদক্ষিণ করে। বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় শহরের হাসিবুল হাসান লাবলু সড়ক আওয়ামী লীগের দলীয় কার্যালয় হতে একটি আনন্দ র‍্যালি শুরু হয়ে শহরের সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেস ক্লাবের সম্মুখে সংক্ষিপ্ত পথ সভার মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ‌ ইশতিয়াক আরিফের সভাপতিত্বে এবং ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘোষিত বাজেট গরিব অসহায় দিন মজুর মানুষের বাজেট।

এ সরকারের আমলে সাধারণ মানুষ তাদের মৌলিক চাহিদাগুলো যথাযথভাবে পূরণ করতে পারছে। বক্তারা সকল ভেদাভেদ ভুলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com