বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
মো. সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি ।।
ফরিদপুরের মধুখালী উপজেলায় সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাল্টিপারপাস হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জননেতা জনাব মো. আবদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মধুখালী উপজেলার পঞ্চপল্লীতে যারা গুজব ছড়িয়ে দুই ভাইকে নির্মমভাবে হত্যা করেছে তারা যেখানেই থাক খুঁজে বের করা হবে। প্রকৃত অপরাধীদের খুঁজে তাদের বিচারের আওতায় আনা হবে। এই মামলা দ্রুত বিচার আইনে নিয়ে অল্প সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন আহমেদ আনীকের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সম্প্রীতি সভায় উপস্থিত ছিলেন।