শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন

ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

মো. সামাদ খান,ফরিদপুর প্রতিনিধি॥
বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

বুধবার (৫ জুন) ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয় । সকাল ৮ টা হতে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সকাল থেকে নির্বাচনী এলাকার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করছেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ও ফরিদপুরের পুলিশ সুপার মোর্শেদ আলম।

এ সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের অন্যান্য উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।কেন্দ্র পরিদর্শনকালে তারা ‌প্রিজাইডিং অফিসারসহ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং নির্বাচন সুস্থভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com