শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৯:১০ অপরাহ্ন

ফরিদপুরের দুটি উপজেলা পরিষদের নির্বাচনী সরঞ্জামাদি হস্তান্তর, সকল প্রস্তুতি সম্পন্ন

মো. সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি ॥
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ফরিদপুরের দুটি উপজেলা পরিষদের নির্বাচনী সরঞ্জামাদি হস্তান্তর, সকল প্রস্তুতি সম্পন্ন উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল। ইতিমধ্যে উপজেলার কেন্দ্রে গুলোতে নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২০ মে) দুপুরে উপজেলার নির্বাচন কার্যালয় হতে এই সরঞ্জাম বিতরণ করা হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নগরকান্দা ও সালথা উপজেলা দুটিতে ৪ জন চেয়ারম্যান প্রার্থী ও ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান ৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। যেখানে সালথা ৫০টি ও নগরকান্দা উপজেলায় ৬৫টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৭ হাজার ৬শ জন।

সালথা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আনিছুর রহমান বালী বলেন, আগামীকাল মঙ্গলবার ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে যাবতীয় সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। সকালে কেন্দ্রে ব্যালট পাঠানো হবে। উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছে।

তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com