বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি॥ নারায়ণগঞ্জ সদর উপজেলার সাইনবোর্ড এলাকায় চাঁদাবাজি ও ঈদুল আযহা উপলক্ষ্যে পশুর হাটকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে দফায়-দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় গ্রুপের ২০ জন আহত হয়েছে। সংঘর্ষ এরাতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোমবার দুপুর থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা কৃষকলীগ নেতা নাজিম উদ্দিন সমর্থক ও জেলা সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের আলী হোসেন সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের সভাপতি আলী হোসেন, ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন সমর্থক জাকির হোসেন, আব্দুর রশিদ, নূর ইসলাম, এরশাদ হোসেন, রাসেল, সাদ্দাম, সাইফুলের নাম জানা গেছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
শ্রমিক সংগঠনের সভাপতি আলী হোসেন দাবি করে বলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন জেলা সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের তিন নাম্বার উপদেষ্টা হিসেবে সাইনবোর্ডের অফিসে বসতেন। এক পর্যায়ে সে দলবল নিয়ে লেগুনা, ইজিবাইক, দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পন্যবাহী যানবাহন থেকে প্রতিদিন ৪০ থেকে ৫০ হাজার টাকার চাঁদা আদায় করেন। অথচ সংগঠনের ফান্ডে কোনো টাকা জমা করেনি। এ নিয়ে একাধিকার তাগিদ দিলেও সে কোনো উত্তর দেয়নি। এছাড়া নাজিম উদ্দিন ফুটপাতসহ বিভিন্ন সেক্টর থেকেও চাঁদাবাজি করছে।
অপরদিকে, ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন দাবি করেছেন, আমার লোকজনের উপর হামলা চালালো হয়েছে বলে তিনি দাবি করেন, আমি কোন চাঁদাবাজির সাথে জড়িত নই। তারা মিথ্যাচার করছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মুজিববু রহমান জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ মোতায়েন রয়েছে। পাল্টাপাল্টি হামলার বিষয়টি সম্পর্কে তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।