মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি::
নারায়ণগঞ্জে’র ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ মো. মঞ্জুর কাদেরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠেছে। গতকাল নারায়ণগঞ্জ চীফ জ্যুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতের দেয়া এক আদেশ অমান্য করেছেন বলে অভিযোগ পাওয়া যায়।
জানা গেছে, প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়ে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিনের মেয়ে ও রূপায়ন টাউন এ বসবাসকারী উইসুফ মিয়ার স্ত্রী দুই সন্তানের জননী নাজিরা আক্তার মিতু। প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়ে সিদ্ধিরগঞ্জ’র আবুল হোসেন সজিবের সাথে স্বেচ্ছায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় মিতু। এ ঘটনায় ওই ভাইস চেয়ারম্যানের ক্ষমতার দাপটে ওসি মঞ্জুর কাদের থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। এ মামলায় কয়েকদিন আগে সজিবের ভাই নিজামকে কথা আছে বলে জালকুড়ি ষ্ট্যান্ডে দেখা করতে বলে ফতুল্লা মডেল থানার এসআই মোস্তফা। পরে তাকে গ্রেফতার করে ওই অপহরনের মামলায় আদালতে প্রেরন করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল নারায়ণগঞ্জ চীফ জ্যুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এসে জবানবন্দি দেন। জবানবন্দিতে মিতা বলেন, আমি স্বেচ্ছায়, স্বজ্ঞানে সজিবের সাথে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। কেউ আমাকে অপহরন করেনি। কিন্তু আগে থেকে ওৎ পেতে থাকা ওসি মঞ্জুর কাদের ও ফতুল্লা থানার ফোর্সগন মিতুকে আদালত প্রঙ্গন থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ মো. মঞ্জুর কাদের জানান, আদালতের আদেশ অবমাননার কোন কারন নেই। আমরা আদালতের আদাশে মেনেই কাজ করব। মিতু আটক করা হয়নি।