বুধবার, ৩০ Jul ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

ফতুল্লায় বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ বহিস্কার, স্বস্তি ফিরবে এলাকায়

ফতুল্লায় বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ বহিস্কার, স্বস্তি ফিরবে এলাকায়

আবদুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ প্রতিনিধি:: দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি-আদর্শ ও সংহতির পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৫ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রিয়াদ মোহাম্মদ চৌধুরী ৫ আগষ্টের পর ফতুল্লায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান সহ নানা ব্যক্তির কাছ থেকে ব্যাপক চাদাবাজি করেছে বলে অভিযোগ ছিলো। অপরদিকে যারা চাঁদা দিতে রাজি হননি তাদের ব্যবসা প্রতিষ্ঠান আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে এমন একটি কথপকথন বিভিন্ন গনমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। একই সঙ্গে ওই কথপোকথনে ব্যবসায়ীকে টাকা না দিলে তার প্রতিষ্ঠানো পুড়িয়ে ফেলার হুমকি সহ অশ্লিল ভাষা ব্যবহার করতে শোনা গেছে।

এই রিয়াদ মোহাম্মদ চৌধুরী ৫ আগষ্টের পূর্বে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে যোগসাজশ ও আতাত করে নিজেকে সুরক্ষা করছিলো। জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের পর নিজেকে বিএনপির বড় নেতা পরিচয় দিয়ে ফতুল্লা থানা এ এলাকায় লুটপাট, চাঁদাবাজি, বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিকান্ড, মামলা বানিজ্য করার বিভিন্ন অপকর্মের অভিযোগ ছিলো।

বিএনপির সিনিয়র নেতারা বলছেন, শুধু রিয়াদ মোহাম্মদ চৌধুরীই নয় যে নেতাই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এমনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কঠোর হুশিয়ারি রয়েছে এ ব্যপারে।

স্থানীয়রা জানিয়েছেন, এইরকম ভয়ঙ্কর লোককে দল থেকে বহিস্কার করায় এলাকায় স্বস্তি ফিরবে। সেই সাথে একে আইনের আওতায় আনারও দাবী জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com