শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন

ফটোসাংবাদিক নির্যাতনকারী ডিবি পুলিশের শাস্তির দাবীতে নাটোরে মানববন্ধন

নাটোর প্রতিনিধি:: বেসরকারী টিভি চ্যানেল ডিবিসি নিউজ এর বরিশালের ফটোসাংবাদিক নির্যাতনকারী ডিবি পুলিশের শাস্তির দাবীতে নাটোরে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নাটোর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ও সাংবাদিকবৃন্দ মানববন্ধনের আয়োজন করে। নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন এর সভপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,নাটোর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম,সাধারণ সম্পাদক আল মামুন, প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল করিম রেজা ও রনেন রায়, সিনিয়র সাংবাদিক জুলফিকার হায়দার জোসেফ এবং মুক্তার হোসেন।
বক্তারা দাবী করেন, বরিশাল ডিবিসি নিউজে কর্মরত ক্যামেরাপার্সন সুমন হাসানকে নির্যাতনের মধ্যদিয়ে সংশ্লিষ্ট ডিবি পুলিশ সদস্য শুধু নিজের বর্বর মনোভাবের পরিচয়ই দেননি বরং এর মধ্য দিয়ে সারা দেশে কর্মরত ডিবি পুলিশের ভাবমূর্তিকেও কলঙ্কিত করেছেন। এছাড়া দেশের চতুর্থ স্তম্ভ বলে বহূল পরিচিত সাংবাদিকতার ওপর আঘাত হেনে প্রকারান্তরে দেশের সংবিধানকেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন যার ধারা অব্যাহত থাকলে অতীতের মত দেশে আবারও দূর্নীতি ও স্বেচ্ছাচাারিতা মাথাচারা দিয়ে উঠবে।
নির্যাতনকারী ডিবি পুলিশ ফটোসাংবাদিকের ওপর নির্যাতন করে প্রকারান্তরে বাংলাদেশের গণতন্ত্রের ওপরই আঘাত হেনে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে এবং সেই সাথে সাংবাদিকদের সরকারের প্রতিপক্ষ হিসাবে দাড় করাচ্ছে বলে অভিযোগ করে বক্তারা বলেন, অনতিবিলম্বে সংশ্লিষ্ট ডিবি পুলিশকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com