বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি ॥ চট্টগ্রামের ফটিকছড়িতে ভয়াবহ জলাবদ্ধতা নিরসন ও কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার দাবিতে মানববন্ধন করেছে ক্ষুব্ধ এলাকাবাসী।
শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় নাজিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চুখাঁরহাট বাজারের উত্তর পাশে নাজিরহাট কাজিরাট সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শত শত এলাকাসী ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি এবং মাদ্রাসা শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মো. শফিল আলম মেম্বার, এডভোকেট মোহাম্মদ ইসমাইল গণি, মাওলানা জাফর আহমদ, মাষ্টার মো. জসিম উদ্দিন, মো. নাসির উদ্দীন, মো. জাহাঙ্গীর আলম, ডা. মোহাম্মদ ফারুক, আবু বক্কর, আবু তৈয়ব, ডা. মোহাম্মদ ফরিদ প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন আগে পানি নিষ্কাশনের জায়গা নালা ভরাট করে পাকা ভবন নির্মাণ করা হয়েছে। কিন্তু বিকল্প পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতিবার বৃষ্টিতেই তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। বাজার, ঘরবাড়ি ও আশপাশের রাস্তাঘাট পানিতে তলিয়ে যাচ্ছে। ফলে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমনকি ছোট শিশু ও শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।”
এলাকাবাসী অবিলম্বে নাজিরহাট পৌরসভার প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পানি নিষ্কাশনের জন্য জরুরি হস্তক্ষেপ দাবি করেন।