রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের আয়োজনে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) প্রাঙ্গণে শনিবার অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্ট কাপ পেয়ার ব্রিজ টুর্নামেন্ট। এতে শিরোপা জেতেন আমিনুর রহমান তুর্য এবং জনি জুটি।
রানার্সআপ হন জাহিদ হাসান এবং আবুল খায়ের জুটি। তৃতীয় হন মুশফিকুর রহমান মোহন এবং মো. আসাদুজ্জামান জুটি। উল্লেখ্য, মোহন আবার ব্রিজ ফেডারেশনের সভাপতিও বটে।
বহু বছর পর আবারও ব্রিজ খেলতে নেমে সাফল্য দেখান তিনি।
যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কৃত করেন।