বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি::
জাতীয় পার্টির মহা-সচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ্ব মশিউর রহমান রাঙ্গা বলেছেন, বাংলাদেশে ভৌগলিক কারণে প্রতি বছর ফনিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। সরকারের পূর্ব প্রস্তুতির কারণেই এসব দুর্যোগে ক্ষয়ক্ষতি কম হয় উল্লেখ করে তিনি বলেন যারা ক্ষতিগ্রস্থ হয় তাদের দ্রুতই পুনর্বাসনে সরকার আন্তরিক।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে গঙ্গাচড়া উপজেলা প্রশাসন আয়োজিত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউ টিন ও গৃহ সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলীমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান সাজু মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল-সুমন আব্দুল্লাহ প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।